শনিবার ০৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Election: কলকাতায় ভোটে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, থাকছে কুইক রেসপন্স টিমও

Kaushik Roy | ৩০ মে ২০২৪ ১৪ : ৫৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: শেষ দফার ভোটে কলকাতায় অশান্তি রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নির্বাচন কমিশনের। প্রত্যেক বুথ মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র কলকাতাতেই মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর ৩২৪টি বিশেষ কুইক রেসপন্স টিম। জানা গিয়েছে, এই বিশেষ দল কলকাতা ছাড়া শহরতলিতেও টহল দেবে। কোথাও গণ্ডগোল হলে যাতে ১০ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা কেন্দ্রে ১৮৬৯ বুথের জন্য ৬৬.৫ কোম্পানি, দক্ষিণ কলকাতা কেন্দ্রে ২০৭৮ বুথের জন্য ৮২.৬১ কোম্পানি, যাদবপুর কেন্দ্রে ৯৪৩টি বুথের জন্য৩৬.৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কলকাতা পুলিশের আওতায় এবার যুক্ত করা হয়েছে ভাঙড়কেও। স্পর্শকাতর এলাকা হিসেবে অতিরিক্ত নিরাপত্তা থাকছে ভাঙড়ে, মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দুদিন আগে থেকেই কড়া নিরাপত্তা শহর জুড়ে। ১৪৪ ধারা জারির পাশাপাশি চলছে নাকা চেকিং।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24